কার্ড থেকে বিকাশ অ্যাড মানিতে ৩৫ টাকা ক্যাশব্যাক

অ্যাড মানি’তে Good Morning অফার!
সকাল সকাল যদি উপহার মেলে, তবে দিনটাও শুভ হয়! আপনাকে সেই উপহারই দিতে বিকাশ এর অ্যাড মানি অফার! প্রতিদিন সকাল ৬টা-৯টা কার্ড থেকে বিকাশ-এ সুপার স্পিডে ৩,৫০০ টাকা আনলেই ৩৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!

 

অফারের মেয়াদ

৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৩, প্রতিদিন সকাল ৬:০০টা থেকে সকাল ৮:৫৯টা পর্যন্ত

 

অফারের বিস্তারিত

গ্রাহকেরা কার্ড থেকে ৩,৫০০টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ৩৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
অফার চলাকালে প্রতিদিন সকাল ৬:০০ থেকে সকাল ৮:৫৯টা পর্যন্ত অ্যাড মানি করলে ক্যাশব্যাক উপভোগ করা যাবে

অফার চলাকালে গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ একবার ক্যাশব্যাক পাবেন
কার্ড থেকে অ্যাড মানি’র ক্ষেত্রে ক্যাশব্যাক প্রযোজ্য
যে একাউন্টে অ্যাড মানি করা হবে, সেই একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে
 

শর্তাবলি

সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে অ্যাড মানি করে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
ক্যাশব্যাক উপভোগ করতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেননা।
গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ সফল না হয়, সেক্ষেত্রে বিকাশ অফারের মেয়াদ শেষ হওয়ার পর ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে

এতেও সফল না হলে আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য আর বিবেচিত হবেননা।
ক্যাশব্যাক পেতে হলে গ্রাহককে অফার চলাকালে কার্ড থেকে বিকাশ-এ সফলভাবে অ্যাড মানি করতে হবে।
কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
অজানা যেকোনো কারণে ক্যাশব্যাক পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র, বিকাশ গ্রাহক সেবা, ফেসবুক পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি support@bkash.com -এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আরো জানতে click here
Post a Comment (0)
Previous Post Next Post